বিসমিল্লাহির রহমানির রহিম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল বন্ধু ও ছোট ভাইদের সালাম ও শুভেচ্ছা। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল ছাত্ররা ধারণ করি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্ররা একতাবদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সকল দিক থেকে ক্যাম্পাসের সেরা হল। এই ধারণার ভিত্তিতে এটাও বিশ্বাস করি যে আমাদের প্রাণ-প্রিয় হলের ১ম পুনর্মিলনী অনুষ্ঠানটি ক্যাম্পাসের সকলের কাছে স্বরণীয় করে রাখার মতোই আয়োজন করা হবে। এই সেরা অনুষ্ঠান বাস্তবায়ন করার লক্ষে ১ম পুনর্মিলনী আয়োজক কমিটি এবং আমাদের বন্ধু ও ছোট ভাইদের সাথে আলোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ০১ ও ০২ই জুন ২০২৩ইং তারিখে নির্ধারণ করা হলো।এই ক্ষেত্রে নিন্মোক্ত বিষয় গুলো বিবেচনা করা হয়েছে-ঃ
আমি ৩১তম ব্যাচের শিক্ষার্থী ও এই ক্যাম্পাসের একজন শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে বলতে চাই যে, এই নির্ধারিত তারিখে আমাদের সকলের কাঙ্খিত এবং স্বরণীয় একটি অনুষ্ঠান সফল ভাবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ম পুনর্মিলনী-2023 অনুষ্ঠান আয়োজক কমিটি।